ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীতে অপহরনের ৪দিন পর শনিবার রাতে স্কুল ছাত্রী (১৫)কে উদ্ধার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বাংলারদর্পন কে জানান, মঙ্গলবার স্কুল থেকে বাড়ী ফেরার পথে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রীকে (১৫) অপহরন করেছিল সোনাপুর গ্রামের হোসেন অাহম্মদের ছেলে নুর করিম ও তার সহযোগিরা।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা নবী জাহান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় স্থানীয় সাংসদের বাড়ীর অাঙ্গিনা থেকে ওই ছাত্রীকে উদ্ধার হয়। তবে তাৎক্ষনিক কাউকে অাটক করা যায়নি। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তিনি অারও জানান, কথোপকথনে বুঝা গেছে অপহরন নয় প্রেমের সম্পর্ক হতে পারে।