নেতা ছাড়া কী কোনো আন্দোলন হবে?

নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জাতীয় ঐক্যপ্রক্রিয়ার পাঁচমিশালী নেতৃত্বে জনগণের কোনো আস্থা নেই। এই যে ১০ দল, ২০ দল, ৩০ দল তাঁদের নেতা কে? নেতৃত্ব দেবে কে? এটা জনগণ জানতে চায়, নেতা ছাড়া কী কোনো আন্দোলন হবে?

 

আজ মঙ্গলবার সকালে ওবায়দুল কাদের কবিরহাট উপজেলার কালামুন্সী বাজারে নির্বাচনী এক প্রস্তুতি সভা করেন। সেখানে তিনি সরকার বিরোধীদের জাতীয় ঐক্য প্রক্রিয়ার সমালোচনা করেন।

 

এরপর সেতুমন্ত্রী দুপুরে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া নতুন বাজার উচ্চবিদ্যালয়ে প্রথম নির্বাচনী জনসভায় কাদের বলেন, ‘বিএনপি কেবল বলে কোরবানির ঈদের পর, রোজার ঈদের পর আন্দোলন। এভাবে এ পর্যন্ত ১০ বছরে ২০টি ঈদ চলে গেছে। দেখতে দেখতে ১০ বছর কেটে গেছে। আন্দোলন কোন বছর হবে। আর এক মাস পর নির্বাচনের তফসিল ঘোষণা হবে। মওদুদ সাহেব আন্দোলনের কথা বলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *