ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শনিবার বিকালে সার্বিক বিষয়ে মতিবিনিময় করেন অভিনেত্রী ও জাতীয় শ্রমীক ফেডারেশনের নেত্রী রোকেয়া প্রাচী। তিনি বলেন, সকলেই নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য, ভাষার জন্য কাজ করা উচিত। অামরা জয়বাংলা কে জাতীয় শ্লোগান হিসেবে স্বীকৃতির জন্য কাজ করছি। সমাজের কুসংস্কার, মাদক ও জঙ্গী তৎপরতা বন্ধে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন কাঞ্চনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক সৈয়দ মনির অাহমদ এর সঞ্চালনায় অারো উপস্থিত ছিলেন, অান্তর্জাতিক যুদ্ধাপরাধ গনবিচার অান্দোলনের সহ সদস্য সচিব কামরুল অালম সবুজ, বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের সাধারন সম্পাদক রাগিব অাহসান।

অন্যান্যের মধ্যে অারো উপস্থিত ছিলেন, দৈনিক নয়াপয়গাম প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক দেশকাল প্রতিনিধি অাবদুল্যাহ রিয়েল, দৈনিক অামাদের কন্ঠ সোনাগাজী সংবাদদাতা জহিরুল হক সজিব, ফেনীর ডাক প্রতিনিধি শরিয়ত উল্যাহ রিফাত, দৈনিক ঘোষনা প্রতিনিধি সালাউদ্দিন প্রমুখ।