- ফেনী প্রতিনিধি : ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের একমাত্র নারী কেন্দ্রীয় সদস্য। তিনি সোনাগাজীর চরখোন্দকার গ্রামের বীর মুক্তিযোদ্ধা অাবদুর রাজ্জাকের মেয়ে ।
শনিবার সকালে তিনি ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত সদর ইউনিয়নের চরখোন্দকার এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন।এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সামছুল আরেফিন, জেলা শ্রমীক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ অালী, সম্পাদক অাবু ছায়েদ, সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, সাংবাদিক সুরঞ্জিত বাবু, সৈয়দ মনির অাহমদ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পর তিনি বুধবার ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও পরিমান নির্নয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে মতিবিনিময় করেন।