সকলে মিলে উন্নয়নের সুফল জনগনের দােড় গােঁড়ায় পৌছাতে হবে-  শিবলী সাদিক

 

মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :

জাতির জনক বঙ্গবন্ধুর সােনার বাংলাদেশ গড়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে মর্যাদার আসনে বসাতে  দেশ নেত্রী শেখ হাসিনা  যেসব উন্নয়ন কর্মকান্ড করে যাচ্ছেন তার সুফল জনগনের দােড় গােড়ায় পৌছাতে হলে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মিলমিশে কাজ করতে হবে। এতে জনগনের প্রতি জবাবদিহিতা যেমন নিশ্চিত হবে তেমনি  দ্রুতই উন্নয়ন সাধিক হবে।

গত বৃহস্পতিবার দিনাজপুরের বিরামপুর উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে দিনব্যপী জনপ্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তাদর নিয়ে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

বিরামপুর উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। অন্যান্যদের মধ্যে উপস্থ¯িত ছিলেন, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাে. পারভেজ কবির, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম মনিরুজ্জামান আল মাসউদ, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. মােখলেছুর রহমান, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খায়রুল আলম, নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের চেয়রম্যান সায়েম সবুজ, এমপির ব্যক্তিগতসহকারি মা. সামছুজ্জামানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিগন।

মতবিনিময় শেষে প্রধান অতিথি সংসদ সদস্য শিবলী সাদিক ত্রাণ ও দুর্যােগ ব্যবস্থা¯পনা অধিদপ্তরের দেয়া দুঃস্থ¯্যদের মাঝে ঢেউটিন ও গৃহ নির্মান বাবদ  তিন হাজার টাকার চেক তুলে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *