কুড়িগ্রাম প্রতিনিধিঃ
“যদিও মানছি দূরত্ব তবুও আছি সংযুক্ত” প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে পালিত হয়েছে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস।
শনিবার সকাল ১১টায় এ দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
উপজেলা নির্বাহী অফিসার নুর-এ- জান্নাত রুমি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ তারিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও বক্তব্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।