নিজস্ব প্রতিবেদকঃ>>>
২৩ ঘন্টা বিদ্যুত বিহীন অন্ধকারে রয়েছে ফেনীর উপকুলীয় উপজেলা সোনাগাজী পল্লী বিদ্যুতের ৬৫ হাজার গ্রাহক। স্থানীয়রা জানায় শুক্রবার (২০ অক্টোবর) রাত ১২টার পর বিদ্যুত যাওয়ার পর থেকে শনিবার (২১ অক্টোবর) রাত ১১ টা পর্যন্ত বিদ্যুত বিহীন অন্ধকারে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
শেখ আবদুল হান্নান নামের সোনাগাজীর এক বাসিন্দা জানান, দীর্ঘ ২৩ ঘন্টা বিদ্যুত বিচ্ছিন্ন থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পুরো উপজেলার মানুষদের। অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ রযেছে। ক্ষতির সমুক্ষিন হচ্ছে এসএসসি নিবাচনী পরীক্ষার্থীরাও। ভোগান্তিতে পড়তে হচ্ছে হাসাপাতালের রোগীদেরও।
ফেনী পল্লী বিদ্যুত সোনাগাজী জোনাল অফিসের ডিজিএম মহিউদ্দিন মোসাহেদ উল্লাহর সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। তিনি জানান, শুক্রবার থেকে শুরু হওয়া ভারী বর্ষনে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যতিক তার ও খুটি ক্ষতিগ্রস্ত হওয়ার সংযোগ স্বাভাবিক করা সম্ভব হচ্ছেনা। আশা করা যাচ্ছে আজ রাত ১ টার পর থেকে সংযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।