সাংবাদিক রবিউল’র ব্যতিক্রমী উদ্যোগ: ছিন্নমূল অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ

 

রাজু আহমেদ, রাজবাড়ী :

দেশের বিভিন্ন জেলা থেকে শ্রম বিক্রি করতে এসে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে রাত্রিযাপনে অবস্থানরত ছিন্নমূল ও অসহায় গরিব দুঃখী ৭১জন মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করেছেন রাজবাড়ী সাংবাদিক ফোরামের সভাপতি ও সময়ের কণ্ঠস্বরের রাজবাড়ী জেলা প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম।

গরীব দুঃখী মানুষের জন্য প্রান কাঁদে এমন মানুষ সমাজে বিরল হলেও প্রতিনিয়তই বিভিন্ন ভাবে অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত তাদের জন্য কিছু করার চেষ্টা করেন সদা প্রানচঞ্চল এই তরুন সাংবাদিক।

১৬ নভেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টার সময় রেল স্টেশনে ছিন্নমূল অসহায় গরিব দুঃখী ৭১জন মানুষের মাঝে সাধ্যমত রাতের খাবার বিতরণ করেন তিনি। শীতের মধ্যে রাতের খাবার হাতে পেয়ে অভুক্ত,অসহায় মানুষগুলোর মধ্য কিছু সময়ের জন্যেও হলে স্বর্গীয় হাসি ফুুটে ওঠে।

এ প্রসঙ্গে রবিউল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে রাজবাড়ী জেলায় শ্রম বিক্রি করতে এসে অসহায় মানুষ গুলি কাজ না পেয়ে অনাহারে,অর্ধাহারে রেলওয়ে ষ্টেশনে রাত্রিযাপন করছে। মুসাফির অভুক্ত মানুষগুলির জন্য ব্যাক্তিগত উদ্যোগে এক বেলার খাবারের ব্যবস্থা করলাম;এটা বড় কথা নয়। পেটে নেই খাবার, নেই পকেটে টাকা।

অভুক্ত অবস্থায় আকাশ পানে চেয়ে থাকা এই অসহায় কিছু মানুষকে এক বেলার জন্য হলেও খাবারের ব্যবস্থা করতে পেরে আমি খুবই আনন্দিত।সত্যি এ এক অন্য রকম অনুভূতি যা কোটি টাকা খরচ করেও হয়তো পাওয়া যাবে না।এরকম মহৎ কাজে একজনকে অংশ নিতে দেখে অনুপ্রাণিত হয়ে হয়ত এগিয়ে আসবে অন্যেরাও।এমন অসহায় আরো অনেক মানুষ রয়েছে এই স্টেশনে। হয়ত সকলের জন্য খাবার দেওয়ার তৌফিক আমার নেই। তাই সাধ্যমত অল্প কিছু মানুষের জন্য করেছি।মহান আল্লাহ তায়ালা আমাকে তৌফিক দান করলে হয়ত আগামীতে আরো বড় পরিসরে করতে পারব ইনশা-আল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *