ফেনী প্রতিনিধি : সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবিরের নির্দেশে ডাক বাংলা থেকে অামির উদ্দিন মুন্সি হাটের সিএনজি অটোরিক্সায় যাতায়াত ভাড়া ১৫ টাকার স্থলে ১০ টাকা নির্ধারন করা হয়েছে। এতে যাত্রীরা খুশি হলেও ক্ষতিগ্রস্ত হবে সিএনজি চালক।
সোমবার বিকালে অামির উদ্দিন মুন্সি বাজারে অাইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে ওসি এ নির্দেশ দিয়েছিলেন।
মালিক -শ্রমীক ঐক্য পরিষদের সভাপতি মো. হানিফ জানান, মডেল থানার ওসির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে বাড়া কমানো হয়েছে। কিন্তু ওই রুটে যাত্রীর তুলনায় গাড়ীর পরিমান অধিক হওয়ায় চালকরা ক্ষতিগ্রস্ত হবেন। দ্রুত সময়ের মধ্যে মালিক -শ্রমীক পরিষদের নেতৃবৃন্দ বিষয়টি থানাকে অবহিত করবেন। তিনি অারো জানান, এ রুটে মালিক সমিতির ১০ টাকা চাঁদা ছাড়া কোন চাঁদা সংগ্রহ করা হয়না বা কাউকে দিতে হয়না।
চালক স্বপন জানান, দৈনিক এ রুটে যাতায়াতে( ৮ বার) ৫০ টাকা হারে ৪শ টাকা অায় হয়। মালিকের জমা দিতে হয় ৫শ টাকা। এ হিসেবে চালক ও গ্যাসের টাকা ঘাটতি থাকে, এ অবস্থা চলতে থাকলে এ রুটে সিএনজি চলাচল বন্ধ হতে পারে।