ফেনী প্রতিনিধি :
ফেনী শহরের এসএসকে সড়কে বৃহস্পতিবার রাতে সংগঠিত ছাত্রলীগ কর্মী শাকিল হত্যার ঘটনায় গ্রেফতার আতংকে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছে।
দলীয় সূত্র জানায়, শাকিল খুনের পর থানায় মামলা হওয়ার আগেই পুলিশ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের ধরতে বাড়ি বাড়ি অভিযানে নামে। ঘটনার দিন শহরের পূর্ব উকিলপাড়ায় অভিযানে বের হলে টের পেয়ে দৌড়ে পালাতে গিয়ে পা ভেঙ্গে ফেলেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনোয়ার হোসেন দুলাল। পরবর্তীতে এ ঘটনায় দায়ের হওয়ার মামলার আসামীরাও সবাই বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, জেলা কৃষক দলের সভাপতি আলমগীর চৌধুরী, ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত, সাবেক সভাপতি এয়াকুব নবী ও আমান উদ্দিন কায়সার সাব্বির, সাবেক সহ-সভাপতি ভিপি বেলাল হোসেন, শহর যুবদল সমন্বয়ক জাহিদ হোসেন বাবলু, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক শরিফুল ইসলাম রাসেল, ছাত্রদল নেতা জাকির হোসেন রিয়াদ, সৈকত জাহান, জাহিদ হোসেন ইমন রয়েছে।
তারা জানায়, ঘটনার পর থেকে পুলিশ বিএনপি অধ্যুষিত বাসা-বাড়িতে ব্যাপক অভিযান চালাচ্ছে। গ্রেফতার এড়াতে অনেকেই আত্মাগোপনে রয়েছেন।