সোনাগাজীতে এসএসসি পরীক্ষার ফলাফলে চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় প্রথম

সোনাগাজী :

সোনাগাজীতে ২০১৮ খ্রীঃ এস এস সি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয় বেলা ১.০০ ঘটিকায়।উপজেলার মোট ২১ টি বিদ্যালয় হতে ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে ২৬৬৮ জন।কৃতকার্য হয় ১৮১২ জন এবং অকৃতকার্য হয় ৮৫৬ জন। ২১ টি প্রতিষ্ঠান মিলিয়ে জিপিএ ৫ পেয়েছে ২৬ জন।

 

চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন ৫৬ জন কৃতকার্য ৫৩ জন পাশের হার ৯৪.৭৩। জিপিএ ৫ পেয়েছে ২ জন।উপজেলায় প্রথম হয় চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়।

 

ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন ৯০ জন কৃতকার্য ৮৫জন পাশের হার ৯৪.৪৪।জিপিএ ৫ পেয়েছে ২ জন। উপজেলায় দ্বিতীয়।

 

আমিরাবাদ আনোয়ারা উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেন ৪৩ জন কৃতকার্য ৩৮জন পাশের হার ৮৮.২৭।জিপিএ ৫ পেয়েছে ৩ জন।উপজেলায় তৃতীয় হয়।

 

আল হেলাল একাডেমী সোনাগাজী পাশের হার ৮৪.৫২।জিপিএ ৫ পেয়েছে ১ জন।আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করেন ১০২ জন।পাশের হার ৮৪.৩১।মোশারফ হোসেন উচ্চ বিদ্যালায়ের পাশের হার ৮৩.৮২,আহম্মদপুর নুর নবী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৮৩.৫০,তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৮০.৪৯,সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ১০৭ জন পাশের হার ৭৬.৬৩,মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৭৩.২০,দাসের হাট আর আর উচ্চ বিদ্যালয়ের পাশের হার৭১.৮৩,ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৬৬.৮৯, বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫৯.৫০ জিপিএ ৫ পেয়েছে ৪ জন,সোনাগাজী মোঃছাবের সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ২৪৪ জন পাশের হার ৫৮.৬০ জিপিএ ৫ পেয়েছে ১১জন। সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫৮.০১,আর এম হাট কে উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫৭.৭৮,বক্তামুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশের হার৫৬.২৮,ওসমানীয়াউচ্চ বিদ্যালয়ের পাশের হার ৫০.৪৪,আলহাজ্ব রহিম উল্যাহ উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৪৪.৪৪, কাজীর হাট মডেল উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৪১.০৭ ও চর ভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয়ের পাশের হার ৩৯.৩৯।

 

ভোকেশনাল থেকে সোনাগাজী মোঃ ছাবের সরকারী পাইলট অংশগ্রহণ করেন ৫৬ জন কৃতকার্য ৫৫ জিপিএ ৫ পেয়েছে ০২ জন পাশের হার ৯৮.২১,সোনাগাজী বালিকা পাইলট থেকে অংশগ্রহণ করেন ৪১ জন পাশের হার ৯২.৬৮ ও ওলামাবাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে ৪০ জন পাশের হার ৭৭.৫০ জিপিএ ৫ পেয়েছে ০১ জন।

 

১৯ টি মাদ্রাসা থেকে ছাত্র ছাত্রী অংশগ্রহন করে ৯৪০ জন। কৃতকার্য হয় ৫৬১ জন,অকৃতকার্য হয় ৩৪৯ জন।কোন জিপিএ ৫ নেই।উপজেলায় প্রথম হয় বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদ্রাসা।মোট ফাসের হার ৫৯.৬৮%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *