নিজস্ব প্রতিবেদকঃ
চলমান পথ দূর্ঘটনার উত্তরণের লক্ষ্যে ‘পথ দুর্ঘটনা : কেন, কী করণীয়’ শীর্ষক গোল টেবিল সংলাপে বক্তারা বলেছেন, আইনের উদাসীনতায় পথ দূর্ঘটনা বাড়ছে, বাড়ছে নৌ ও রেল দুর্ঘটনাও। এক্ষেত্রে বেহাল সড়কের সংস্কার, পরিকল্পিত নগরায়ন আর চালকদের প্রশিক্ষণ খুবই জরুরী। ৬ মে রবিবার বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে গোল টেবিল সংলাপে প্রধান আলোচক ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব জামিল আহমেদ। সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে প্রতিবেদন পাঠ করেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।
অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা হাসান, দৈনিক জনতার প্রধান প্রতিবেদক মশিউর রহমান রুবেল ও কক্সবাজার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম। সেভ দ্যা রোড-এর প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব ডা. নূরজাহান নীরা, সাংবাদিক নান্টু লাল দাস, চাঁদ আহমেদ জীবন, খাদিজা রহমান, কবি গিয়াস হায়দার, আনোয়ার হোসেন সাঈদী, শ্রমিক নেতা আলী হোসেন প্রমুখ।