নিউজ ডেস্ক :
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদল। ওআইসি’র প্রতিনিধি দল রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।
শুক্রবার দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিনিধিদলের সদস্যরা। ওআইসির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে রোহিঙ্গা ইস্যুটি উত্থাপন করা হবে বলে তাঁরা জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই এবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ওআইসির প্রতিনিধিরা।
আগামী কাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এবারের ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রতিপাদ্য হলো, টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামি মূল্যবোধ।