জানে আলম শেখ ,ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁও: বাংলাদেশ আ. লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-ভাবনা বাংলাদেশের জন্য। এ দেশের জনগণের জন্য। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা করেন। মানুষ কীভাবে ভালো থাকবেন সেভাবে কাজ করেই চলেছেন।
রোববার (৬ মে) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান বাজার হতে ফাযিল মাদ্রাসার রাস্তাটির পাকাকরণের কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রমেশ চন্দ্র জানান, একটি চক্র বর্তমান আ. লীগ সরকারের উন্নয়নগুলো মানুষের সামনে তুলে ধরতে দেয় না। কারণ তারা জানে আ. লীগের উন্নয়নগুলো মানুষের কাছে পৌঁছে গেলে আগামীতের তাদের অবস্থা করুণ হতে পারে। তাই তারা সবসময় বাধা দিতে চায়। কিন্তু আ. লীগ সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন করে যাবেই। যতই বাধা আসুক। উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত থাকবেই।
তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ. লীগের পাশে থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
চিলারং ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা এলজিইডির ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সরদার, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, চিলারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক প্রমুখ।
উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে এই নতুন পাকা রাস্তাকরণের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়। তারপর দেশ ও জনগণের কল্যাণের জন্য দোয়া করা হয়।