মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সার্বিক সহযোগিতায় শহরের দক্ষিণ মুন্সিপাড়া উদয়ের পথে দুঃস্থ নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক শিশু বিশেষজ্ঞ ডাঃ মোঃ মশিউর রহমান। এসময় তিনি দরিদ্র মানুষের শীতের কষ্ট দুর করতে সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
গতকাল শনিবার ৭ জানুয়ারি দিনাজপুর শহরের দক্ষিন মুন্সিপাড়া (গোলকুঠি)তে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এ্যাডঃ আমিনুল হক পুতুল, উদয়ের পথে দুঃস্থ নারী উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আইরিন লতিফ, মহিলা আওয়ামীলীগ নেত্রী নাজমা আক্তার, দীপা চৌধুরী, মরিয়ম বেগম, মর্জিনা তনু, শ্যাম সুমনা প্রমুখ।