চট্টগ্রাম ব্যুরো –
চট্টগ্রাম রাউজানের আলোকিত সামাজিক সংগঠন পূর্ব গুজরাস্থ আয়েশা বিবির বাড়ী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এলাকার গরীব ও দুঃস্থ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। গত ১১ সেপ্টেম্বর সংগঠরের কার্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে এলাকার দেড় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ এস এম নাসির উদ্দিন এম, বি,বি,এস পি,জি,টি,(আই) ডাঃ মোঃ জসিম উদ্দীন (অপথালমোলজিস্ট)।
আয়েশা বিবির বাড়ী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে- আল্ – নূর কমিউনিটি চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফোরকান, মতিলাল দাশ, সুকুমার সেন, জমিরউদ্দীন বাবুল মেম্বার, মোঃ এনাম, মোঃ জয়নাল, মাওলানা আনছার, মোঃ জাহেদ, মোঃ জামাল, সাংবাদিক মোঃ আলাউদ্দীন প্রমুখ।