ফেনী প্রতিনিধি : ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক গাজী হাবিবুল্লাহ মানিকসহ ফেনী ও সোনাগাজীর ৮ বিএনপি নেতার জামিন বাতিল করেছে জজ আদালত,ফেনী।
বৃহষ্পতিবার সকালে ফেনী জজ অাদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য ২০জুলাই সোনাগাজীর ভুঞা বাজারে নাশকতার প্রস্তুতি কালে পুলিশ ধাওয়া করলে যুবদল কর্মীরা পুলিশকে লক্ষ করে বোমা নিক্ষেপ করে।ওই ঘটনায় সোনাগাজী থানা পুলিশ বাদি হয়ে গাজী মানিককে প্রধান অাসামি করে মামলা দায়ের করেন।
বিস্তারিত আসছে—