নোয়াখালী সোনালী ব্যাংকের দুই কোটি টাকা অাত্মসাত : ৫ কর্মকর্তা অাটক

মো: ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী :

সোনালী ব্যাংক নোয়াখালী শাখায় ২০১২ সালে কর্মরত থেকে গ্রাহককে অবৈধ সুযোগ দিয়ে পরস্পর যোগসাজশ করে প্লেস ঋণের ণীতিমালা ও ঋণ মঞ্জুরীপত্রের শর্ত পরিপালন না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ভুয়া প্লেজ লেটারের বিপরীতে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ডিজিএমসহ পাঁচ কর্মকতাকে আটক করেছে দুদক।

 

আটককৃত পাঁচজন হলেন, সোনালী ব্যাংক কিশোরগঞ্জ প্রিন্সিপাল অফিস এর ডিজিএম মীর আব্দুল লতিফ, মতিঝিল প্রধান কার্যালয়ের সংস্থাপন ও প্রকৌশল বিভাগের সুপারিটেন্ডিং ইঞ্জিয়িার সামদ্দোহা নাহাদ, নোয়াখালীর সুবর্ণচর চরবাটা শাখার সিনিয়র অফিসার জাকের উল্যাহ ও এসপিও ও ব্যবস্থাপক মোশতাক আহম্মেদ সিদ্দিকী ও ফেনী সদর উপজেলা কমপ্লেক্স শাখার এওজি গ্রেড-২ ( ক্যাশ ) এম এ রহমান।

 

দুদক নোয়াখালীর সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান বলেন, ব্যাংকের কর্মকর্তাগন সোনালী ব্যাংক নোয়াখালী শাখার গ্রহক ও আসামী নিজাম উদ্দিন ফারুককে অবৈধভাবে ঋনের টাকা তুলে নিতে সাহায্য করে। এ ঘটনায় ২০১৬ সালে সুধারাম মডেল থানায় দূর্ণীতি প্রতিরোধে আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলা তদন্ত করে দুদক রিপোর্ট দেয় এবং সে অনুযায়ী অভিযুক্তদের গ্রেফতার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *