কুমিল্লার বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি – বাংলারদর্পন 

 

মাহফুজ আহম্মদ, কুমিল্লা :

হালকা বৃষ্টির মধ্য দিয়ে কুমিল্লায় আগমন ঘটত শীতের ,শীতের পােষাক কেনার ব্যাপারে দােকানি এবং ক্রেতাদের ভিড়ে বাড়ছে দােকানগুলাতে  তেমন ইতামধ্যে কুমিল্লার  কাচাঁ বাজার গুলােতে সবজি দােকান গুলাে সাজতে শুরু করেছে শীতের সবজি দিয়ে , আসছে শীতের সবজি । মৌসুম শুরু না হতেই আগাম সবজি চাষের খরচটাও বাড়তি তাই কৃষকরাও পাইকারদের কাছে আগাম  সবজি  বিক্রি করেছে একটু চড়া দরে । কুমিল্লার বিভিন্ন উপজেলা এবং জেলার বাহির থেকে কুমিল্লার  বাজার বিপুল শীতের সবজি ইতামধ্যে  আসতে শুরু করেছে। তবে দ্রব্যমূল্য সাধারন মানুষদের জন্য অনেকটাই নাগালের বাহিরে । তবে কুমিল্লার বাজার এখন শীতকালীন সবজির মধ্যে  ফুলকপি, বাঁধাকপি, লাউ শিম, বরবটি, মুলা ,লালশাক পাওয়া যাচ্ছে । বাজার গুলােতে ছােট একটি ফুলকপি ৩০ টাকা থেকে ৪৫ টাকা ও ছাট্ট লাউ ৬০ টাকা বিক্রি হচ্ছে। এক কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

নতুন পেঁয়াজ আসার আগেই ১ সপ্তাহের ব্যবধান কেজিতে দাম কমেছে প্রায় ২০-২২টাকা ।কুমিল্লার নিমসার বাজার ,  রাজগঞ্জ বাজার ,বাদশা মিয়ার বাজার ,দেবিদ্বার নিউ মার্কেট ,কােম্পানীগঞ্জ বাজার সহ প্রায় ১০-১৫ টি বাজার ঘুরে এইসব তথ্য জানা গেছে ।

স্থানীয় সবজি  ব্যবসায়ীদের মতে, শীতের আগাম সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, ঝিঙা, পোটল, করলা, ঢঁড়স, ধুন্দল, চিচিংগা, বেগুন এখন বাজার ভরপুর। এছাড়া লালশাক, ডাঁটাশাক, পাটশাক, মুলাশাক, পুঁইশাক, লাউশাকের কমতি নেই বাজার। সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে পালংশাক ও নতুন আলু। ফুল কপি ও বাধা কপির দাম এখন না কমলেও জেলার দেবিদ্বার উপজেলার সাইলচর ,চাপাঁনগরের কপি গুলাে চাহিদা মিটাব ,তখন দাম কমবে ।

তবে নতুন আলু ও পালংশাকের দাম বাড়তি। কেজি প্রতি  নতুন আলু বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা। আর পালংশাক বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা আঁটি দরে, পেয়াজ এর দাম কমেছে সেই সাথে কাচাঁ মরিচের দামও ।

বাজারের ক্রেতারা জানান ,শীতকালীন সবজি এখন বাজার পাওয়া যাচ্ছে কি দামটা বেশি । সংশ্রিষ্ট  বাজার মনিটরিং কতৃপক্ষের নজরদারী থাকলে কমে আসবে সবজির দাম ।

বাজার শাক-সবজি ভরপুর থাকায় গত সপ্তাহের চেয়ে  দাম কিছুটা কমেছে। সামনে বৃষ্টি না হলে দাম আরও কমবে। তবে এখন বাজার যে হারে সবজির সরবরাহ রয়েছে, দাম সেই হার কমেনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *