ঢাকা : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর উদযাপন করতে ২২শে মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে এবং সেই সঙ্গে সারাদেশে আনন্দ মিছিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। এছাড়া বিডিআর বিদ্রোহ মামলা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, এই মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বিডিআর বিদ্রোহে কনভিকটেড তাদের খোঁজার জন্য কাজ চলছে, উন্নয়নশীল দেশ হিসাবে যেন আমরা পৃথিবীতে মাথা উঁচু করে থাকতে পারে সেটাই আমাদের লক্ষ্য।’ বিভিন্ন জায়গায় আমরা কী কাজ করছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী কাজ করছে তার একটা বর্ণণা ডিসপ্লে করা হবে। আমরা কীভাবে আরো সেবা দিতে পারি সেগুলো আমরা আলোচনা করেছি। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় না সব মন্ত্রণালয় থেকেই এই বিষয়গুলো শেয়ার করা হবে।`