ফেনী প্রতিনিধি :
গত ৯ মার্চ আগুনে বসতবাড়ি ক্ষতিগ্রস্থ হওয়া শাহাপুরের নশা মিয়ার ৩টি পরিবারের পাশে গৃহস্থালির প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ পাঁচ হাজার টাকা অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন শাহাপুর মুনষ্টার ক্লাব। আজকে ক্ষতিগ্রস্থ বাড়িতে গিয়ে তিন পরিবারের হাতে এ সহায়তা হস্তান্তরের সময় শাহাপুর মুনষ্টার ক্লাবের সহ-সভাপতি মাষ্টার রফিক উল্লাহ, সহ-সভাপতি আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মাসুদ আলম জীবন, সমাজ কল্যাণ সম্পাদক হক সাহাব মিজি,, শিক্ষা ও পাঠাগার সম্পাদক শরীফুল ইসলাম ও আবদুল আজিজ জিসানসহ অন্যন্য সদস্যবৃন্দ, সাহাব উদ্দিন গ্রাম সরকার ও গ্রামের বয়োজ্যেষ্ঠ অনেক মুরুব্বী উপস্থিত ছিলেন।
শাহাপুর মুনষ্টার ক্লাব এভাবে সোনাগাজী উপজেলা ব্যাপী গরীব শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, গরীব মেয়ের বিয়েতে অর্থ সহায়তা, বৃক্ষরোপন, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।