সিনিয়র সাংবাদিক প্রবীর শিকদার’র পাশে সোনাগাজী প্রেসক্লাব: প্রধানমন্ত্রী বরাবরে আবেদন 

ফেনী প্রতিনিধি :

দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ এর সম্পাদক, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান,  সিনিয়র সাংবাদিক প্রবীর শিকদার এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। সম্প্রতি তাঁর ফরিদপুরের বাড়ী ও তাঁর স্বজনদের বাড়ীতে দফায় দফায় হামলা করেছে দুর্বৃত্তরা। এবং তাদেরকে গ্রামছাড়া করার হুমকিও দেয় ওইসব দুর্বৃত্তরা ।

 

প্রবীর শিকদার একজন প্রথিতযশা ও অাদর্শবান সাংবাদিক ।  সকল প্রকার অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে নিয়মিত প্রিন্ট এবং অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশ করেন তিনি।

সোনাগাজী প্রেসক্লাবের পক্ষে প্রধানমন্ত্রী বরাবরে আবেদনের কপি।

তাঁর এবং তাঁর পরিবারের সার্বিক সহযোগীতা ও  নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বরাবরে লিখিত আবেদন করেন সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ।

 

২২মে সকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসারের হাতে আবেদনের কপি তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *