চট্টগ্রামে বিআরটিএ ও কাস্টমস’র জাল দলিলাদি, সীল মোহর এবং সরঞ্জামসহ আটক ২

মোঃ আলাউদ্দীন (চট্টগ্রাম) :

 

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদস্থ বাংলাদেশ গণপূর্ত কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের এম টেলিকম নামীয় দোকানে ও বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা, খান সাহেব আব্দুল হাকিম মিয়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে এম কার্গো সার্ভিস এর ষ্টোর রুমে বিশেষ অভিযান  করে ০১টি ল্যাপটপ, ০১টি স্ক্যানার মেশিন, ০২টি প্রিন্টার মেশিন, ০১টি লেমিনেটর মেশিন, ০১টি কিবোর্ড, গাড়ীর বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১২৬টি সীল মোহরসহ জাল জালিয়াতি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামী মোঃ এরশাদ(৪০) পিতা-মৃত মফিজুর রহমান, মাতা-খালেদা বেগম সাং-লতিফপুর (আলী সারেং বাড়ি) থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-এম টেলিকম, পি ডব্লিউ ডি মার্কেট, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম,  মোঃ আবু তৈয়ব(৩৩) পিতা-মৃত জাবের আহাম্মদ, মাতা-ছফুরা খাতুন সাং-রং মহল (জাবের আহাম্মদের বাড়ি) থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-দামুয়া পুকুরপাড়, হাজী ম্যানসন, ৬ষ্ঠ তলা, ছালেহ আহাম্মদ চেয়ারম্যান লেন, আগ্রাবাদ, চট্টগ্রাম এবং এম টেলিকম, পি ডব্লিউ ডি মার্কেট, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

 

গাড়ীর বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১২৬টি সীল মোহরসহ জাল জালিয়াতি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *