সোনাগাজী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলাস্থ খুরশিদ অালম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী (১৩) অপহরনের ৪দিন পরও উদ্ধার হয়নি। জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল ৯টায় স্কুলে অাসার পথে মনগাজী বাজার থেকে ওই ছাত্রীকে অপহরন করে উপজেলার পশ্চিম সাতবাড়ীয়া গ্রামের কুলা বেপারি বাড়ীর ওবায়দুল হকের ছেলে রায়হান (২২)। সে পেশায় রিক্সা মেকার।
এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মিন্টু মিয়া বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। মডেল থানার পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ বাংলারদর্পন কে জানান, অভিযোগের ভিত্তিতে বখাটের পিতা ওবায়দুলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হাজির করা হয়েছে। ছেলে মেয়ে উভয়কে উদ্ধারের চেষ্টা চলছে।