সোনাগাজীতে অবৈধভাবে বালু উত্তোলন : নদীতে ধসে যাচ্ছে পাকা সড়ক | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী গর্ভে ধসে যাচ্ছে এলজিইডির পাকা সড়ক । গুরুত্বপূর্ন ওই সড়কে যান চলাচল বন্ধ আছে । চরম দুর্ভোগে পড়েছে দুই উপজেলার হাজার হাজার মানুষ ।

 

সরজমিনে জানা যায়, সোনাগাজীর উত্তরাঞ্চলের সাথে ফেনীর সদর উপজেলার সংযোগস্থল কুঠিরহাট -কালিবাড়ী সড়ক । খুবই ব্যস্ততম সড়ক ।

 

গত অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ কোটি টাকা ব্যায়ে সড়কটি পাকা করে। সম্প্রতি সড়কের পাশে ছোট ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় যুবলীগ নেতা কাজী কামাল উদ্দিন, পার্থ সারথী ও রিয়াদ মেম্বারসহ কয়েকজন বালু খেকো। বালু উত্তোলনের ফলে প্রায় ১শ মিটার সড়ক সম্পুর্নভাবে নদীতে ধসে গেছে।

 

 

ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার খায়ের বলেন, ইউপি চেয়ারম্যানের সহযোগীতায় স্থানীয় বালু দস্যুরা এখানে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে কোটি টাকা ব্যায়ে নির্মিত পাকা সড়ক, ঐতিহ্যবাহি কালি মন্দির ও জনগনের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

 

 

চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন জানান, স্থানীয় কয়েকজন বালু খেকো দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১শ মিটার পাকা সড়ক নদী গর্ভে বিলীন হয়েছে। যান চলাচল বন্ধ আছে। পানি উন্নয়ন বোর্ড সেখানে ব্যাগ ব্যাবহারের মাধ্যমে বাধ নির্মান করবে।

https://www.facebook.com/sonagaziralo/videos/813573942739655/

উপজেলা নির্বাহী অফিসার জানায়, খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনাস্থলে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে।

সৈয়দ মনির আহমদ, বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *