নির্মানের এক বছর পর ধসে পড়ল প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটারি ট্যাংকি :১ ছাত্র আহত

পরশুরাম প্রতিনিধি :

প্রায় ৮ লাখ টাকা ব্যায়ে গত  অর্থ বছরে নির্মাণ করা ওয়াসব্লক এর  স্যানিটারি ট্যাংকি শনিবার সকালে ধসে পড়ে যায়। ওই ট্যাংকির উপর স্কুলের এক শিশু ছাত্র খেলতে গেলে ওই ট্যাংকি ধসে পড়েছে বলে জানান ওই স্কুলের প্রধান শিক্ষক।

স্থানীয়রা বাংলারদর্পন’র প্রতিবেদককে জানান শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসব্লক এর স্যানিটারি ট্যাংকিতে কোন ধরনের লোহার রড দেয়া হযনি, তাই এক বছরের মাথায ভেঙ্গে যায়।

স্কুল শিক্ষক ও স্থানীয়রা তাদের ফেসবুকে স্টাটার্সে উল্লেখ করেন এটা যেন মরন ফাঁদ, কোন লৌহার রড  ছাড়া ২০১৭-১৮ অর্থবছরে এটি তৈরি করা হয়েছে। আজকে শনিবার একজন শিক্ষার্থী খেলতে খেলতে উপর উঠলে ভেঙে পড়ে যায়। নিচে পানি থাকায় শারীরিক ভাবে গুরতর আঘাত না পেলেও সমস্ত শরীর মলে ঢেকে যায়। ফেসবুকের মাধ্যমে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

অভিযোগে জানা যায় পরশুরাম এলজিইডি অফিসের কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার সঠিক তদারকি না থাকায দায়সারা কাজ শেষ করে গত ক মাস আহে স্কুল কর্তৃপক্ষের কাছে বুঝিযে দেন।

এবিষয ঠিকাদারের সাথে যোগাযোগ করেও তার কোন বক্তব্য পাওযা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *