এম এ হাসান, কুমিল্লাঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে “স্বেচ্ছায় করি রক্তদান, হাসিবে রোগী বাঁচিবে প্ৰাণ” নামক স্লোগান কে সামনে রেখে মানবসেবায় প্রতিষ্ঠা হওয়া সংগঠন কালিকাপুর ব্লাড ব্যাংক কর্তৃক সেচ্ছাসেবী দের মিলন মেলা ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে (১২ জুলাই) মঙ্গলবার বাদ আসর কালিকাপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কুমিল্লা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু জাফর সালমান।
ছুপুয়া ছফরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ইংরেজি শিক্ষক মাষ্টার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, সোনালী ব্যাংক পদুয়ার বাজার বিশ্বরোড শাখার প্রিন্সিপাল অফিসার আশিকুর রহমান, বাতিসা উচ্চ বিদ্যালয় এর শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাঈন উদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন নাহিদ মজুমদার, কামরুজ্জামান নোমান, সাইফুল ইসলাম রাজু সহ সকল সদস্যবৃন্দ।আমন্ত্রিত অতিথি বৃন্দের আলোচনা শেষে সেচ্ছাসেবী দের মধ্যে সংগঠন এর নতুন টি-শার্ট ও চাবির রিং উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন এর সেচ্ছাসেবী সদস্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায় যে ২০১৮ ইং সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে কালিকাপুর ইউনিয়ন ব্লাড ব্যাংক মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।