আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
আখাউড়া -সিলেট রেলপথের হরষপুর ও মুকুন্দপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেট চট্টগ্রাম ও সিলেট-ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে আছে।
মঙ্গলবার বেলা পৌনে এগারোটার দিকে
এ দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ( ৯৫১ আপ) মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার হরষপুর ও মুকুন্দপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছলে ট্রেনের পেছনের বগির দুটি চাকা লাইনচ্যত হয়ে পড়ে। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ।
এ সময় যাত্রীবাহী কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বলে খবর পাওয়া যায়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোসেড ইনচার্জ মনির উদ্দিন ভোরের কাগজকে জানান, দুর্ঘটনাকবলিত মালবাহী ট্রেনের বগিটি উদ্ধার করতে বেলা ১১ টা২৫ মিনটে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। খুব শীগ্রই উদ্ধার তৎপরতা শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।