চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম র্যাব-৭, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের টেকনাফ হতে চট্টগ্রামের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৭ মার্চ ২০১৮ ইং তারিখ ২২৪৫ ঘটিকার সময় মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাপলাপুর বাজারস্থ ব্রীজের পাশ্বে টেকনাফ-কক্সবাজার সড়কের উপর একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। এ সময় টেকনাফ হতে কক্সবাজারগামী ০১টি পিকআপ (চট্ট-মেট্রো-ন-১১-৫১৯৫) এর গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে গাড়িটি র্যাবের চেকপোস্ট অতিক্রম করে রাস্তার পাশে থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আসামী ১। মোঃ সোহেল (১৯), পিতা- শাকের আহম্মদ, গ্রাম- শিলবুনিয়া পাড়া, ২। মোঃ আলম (২২), পিতা- মোঃ কালু মিয়া, গ্রাম- শাহাপরিরদ্বীপ, ৩। মোঃ রহমত উল্লাহ (২৭), পিতা- জালাল আহাম্মেদ, গ্রাম-বেলপাড়া, ৬ নং ওয়ার্ড, সর্ব থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’দেরকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী এবং পিকআপটি তল্লাশী করে পিকআপটির ভিতরে সুকৌশলে লুকানো অবস্থায় ২৩,৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ উক্ত পিকআপটি জব্দ করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত উক্ত গাড়ি ব্যবহার করে কক্সবাজারের টেকনাফ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ১৭ লক্ষ টাকা এবং জব্দকৃত পিকআপটির আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী দের কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।