চট্টগ্রাম ব্যুরো :চট্টগ্রাম মহানগর
ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল অাজিম রনির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা চাঁদাবাজী মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্দন করেছে শ্যমলী অাইডিয়াল পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা দু্র্নীতিবাজ অধ্যক্ষ জাহেদকে দ্রুত অাইনের আওতায় অানার জোর দাবী জানিয়েছে।
রবিবার সকালে মুরাদপুরস্থ কলেজ গেইটে উক্ত মানববন্দন অনুৃষ্ঠিত হয়।