মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

মিরসরাই প্রতিনিধি: প্রকাশ- ৮ নভেম্বর১৬।
মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দূর্বত্তরা। সােমবার ( ৭ নভেম্বর) রাত ১১টায় উপজেলার চিনকিরহাট বাজারে এঘটনা ঘটে। হামলায় আহত ছাত্রলীগ নেতার নাম মাে. আকাশ। সে ২ নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী।
বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খােকন জানান, সােমবার রাতে ছাত্রলীগ নেতা মাে. আকাশ তার দৈনন্দিন কাজ শেষে চিনকিরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় ৫/৭ জনের একটি সন্ত্রাসীদল ধারালা অস্ত্র দিয় তাক এলাপাতাড়ি কুপিয় জখম কর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করায়। বর্তমানে তার শারিরীক অবস্থা আশংঙ্কা জনক।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, ছাত্রলীগ নেতা আকাশর উপর হামলার ঘটনা তিনি জানেন না। তবে অভিযােগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News

নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, কিশোর আটক
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- নোয়াখালীর সোনাইমুড়ীর বাগপাচরা গ্রামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীকে (১০) হাত ওRead More

কোম্পানিগঞ্জে মুজাক্কিরের কবর জিয়ারতে বিএমএসএফ নেতৃবৃন্দ | বাংলারদর্পণ
নোয়াখালী প্রতিনিধি : সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের কবর জিয়ারত করলেন বাংলাদেশ মফস্বলRead More