সোনাগাজীতে আ’লীগ নেতাকে হত্যা: ১৭বছর পর যুবদল নেতা গ্রেপ্তার

ফেনী:
বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর সারাদেশের ন্যায় সোনাগাজীতেও আ’লীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যদের খুন, গুম, নির্যাতন এবং গ্রামছাড়া করেছিল শাসকদলের ছাত্র-যুব সংগঠনের ক্যাডারবাহিনী। ২০০২সালের ২২এপ্রিল সোনাগাজীর সাহেবের হাট শফিউল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে আ’লীগ নেতা মাহবুবুল হককে গুলি করে হত্যা করেছিল তৎকালীন যুবদল নেতা আসাদুজ্জামান পিন্টু ও তার সহযোগীরা।

এঘটনায় নিহতের স্ত্রীর করা হত্যা মামলায় ৫আসামীর যাবজ্জীবন কারাদন্ড দেয় ফেনীর দায়রা ও জজ আদালত। সাজাপ্রাপ্ত আসামী পিন্টু দীর্ঘ ১৭বছর পলাতক থাকার পর বৃহষ্পতিবার ভোরে ফেনী শহর এলাকার একটি ভাড়াবাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের একটি টহল দল।

জানাযায়, ২০০২সালের ২২এপ্রিল সোনাগাজীর সাহেবের হাট শফিউল্যাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্য দিবালোকে আমিরাবাদের ২নং ওয়ার্ড আ’লীগ সভাপতি মাহবুবুল হককে গুলি করে হত্যা করেছিল তৎকালীন ইউনিয়ন যুবদল সহসভাপতি আসাদুজ্জামান পিন্টু ও তার সহযোগি আবদুল হাই মিয়া এবং আজাদ হোসেন। ভিকটিম মাহবুবুল হক উক্ত বিদ্যালয়ের অফিস সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

আমিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও তৎকালীন ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান বলেন, জোট সরকার আমলে এখানে প্রতিদিন ঘোষনা দিয়ে আ’লীগ নেতাকর্মী ও তাদের পরিবারের উপর হামলা করতো যুবদল-ছাত্রদল ক্যডাররা। তারই অংশ হিসেবে সহস্রাধিক শিক্ষার্থীর সামনে আ’লীগ নেতা মাহবুবকে প্রবাশ্যে গুলি করে হত্যা করা হয়েছিল। মৃত্যু নিশ্চিত করার জন্য পিন্টু ও সহযোগিরা মাহবুবকে চুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। হত্যাকান্ডে জড়িত যুবদল ক্যাডারদের নামে পরদিন সোনাগাজী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সুলতানা রাজিয়া। ২০০৬সালে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সকল আসামী পলাতক ছিলেন। ২০১১সালের ৩০মে হত্যাকান্ডে জড়িত পিন্টু এবং তার ৪সহযোগির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড দেয় ফেনীর দায়রা ও জজ আদালত।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রণ লীডার সাদেকুল ইসলাম বলেন, ২০০৬সালে জামিন পাওয়ার পর থেকে দীর্ঘ ১৭বছর পিন্টু ছন্দনামে দেশে-বিদেশে পলাতক ছিল। বৃহষ্পতিবার ভোরে ফেনীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
#সৈয়দ মনির আহমদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *