ফেনী থেকে ফুয়াদ:
যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে যুবদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনীতে পুলিশী বাধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৪ জুলাই) সকালে ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী জেলা বিএনপির কার্যলয়ের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গেলে পুলিশ বাধা দেয়।
উক্ত বাধা অতিক্রম করে মিছিলটি এস এস কে রোড পদক্ষিন করে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে কর্মসুচি সমাপ্ত ঘোষণা করা হয়।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা যুবদলের সহ সভাপতি বেলাল হোসেন,গিয়াস খন্দকার,শাহাদাত হোসেন,সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত,যুগ্ম সম্পাদক হায়দার আলী রাসেল, ফেনী জেলা যুবদলের সিনিয়র সদস্য ও ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আতিকুর রহমান মামুন,জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরান, ফেনী পৌর যুবদলের আহবায়ক জাহিদ হোসেন বাবলু,সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন, সদস্য সচিব শাহাদাত হোসেন সহ ফেনী জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।