ফেনী প্রতিনিধি >>
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ মঙ্গলবার বিকালে ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল-ফেনী জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির জেলার প্রধান পৃষ্ঠপোষক জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সালাহউদ্দিন মামুনের দিক-নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল-ফেনী জেলার সভাপতি নাছির উদ্দিন মানিক ও সাধারন সম্পাদক রিয়াদ মজুমদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত মিছিলে সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা, পৌর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি একটি মামলায় সাজা হওয়ার পর বেগম জিয়াকে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেয় অাদালত।