পরশুরামে একই রাতে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও  দোকানে  চুরি 

আবু ইউসুফ মিন্টু :

পরশুরাম বাজারে একরাতে তিনটি প্রতিষ্ঠান থেকে দুর্ধর্ষ  চুরির ঘটনা ঘটেছে। এই সব প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, কম্পিউটার, মোবাইল ফোন সহ মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়। সোমবার (১২ নভেম্বর)  রাতে  পরশুরাম বাজারের বিভিন্ন সড়কে এই চুরির ঘটনা ঘটেছে। বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদকের নেতৃত্বে বনিক সমিতির লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক ও বনিক সমিতির নেতারা জানান সোমবার গভীর রাতে পরশুরাম বাজারের হাসপাতাল রোড অবস্থিত বর্ণমালা কিন্ডার গার্ডেন তালা ভেঙ্গে ভিতরে ঢুকে আলমিরা থেকে নগদ ২৭ হাজার টাকা, একটি কম্পিউটার সহ বেশ কিছু মুল্যবান সামগ্রী নিয়ে যায়।  পরে চুরের দল হাসপাতালে অফিস সহকারীর কক্ষের জানালা ভেঙ্গে অফিসের কম্পিউটার চুরির চেষ্টা করে ।

একই সময় হাসপাতালে গেইটে অবস্থিত নিরিবিলি কনফেকসনারী দোকানের তালা ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকা , সিমকার্ড, সিগারেট, মোবাইল সেট সহ মুল্যবান সামগ্রী নিয়ে যায়।

এছাড়াও গত সপ্তাহে পরশুরাম পৌরসভার সামনে থেকে আবু তাহের ষ্টোর থেকে নগদ টাকা সহ বিভিন্ন মুল্যবান জিনিস পত্র চুরি করে নিয়ে যায়।

 

গত কয়েকমাস ধরে পরশুরামের বিভিন্ন স্থানে আশংকা জনক ভাবে চুরির ঘটনা ঘটে যাওয়া গত আইন শৃংখলা সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা চুরি ঠেকাতে পুলিশ কে কার্যকরী ব্যাবস্থা নেওয়ার দাবি জানিয়েছিলেন।

 

পরশুরাম বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মো লোকমানুজ্ঝামান আল আজাদ জানান চুরি ঘটনা শুনে মঙ্গলবার সাকেেল বনিক সমিতির নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান   তিনটি প্রতিষ্টান থেকে  একই কায়দায় তালা ভেঙ্গে কম্পিটার , নগদ টাকা সহ মুল্যবান জিনিস পত্র নিয়ে যায়।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য সহকারী মো ইছমাইল হোসেন জানান  সোমবার রাতে চুরের দল অফিসের জানালার তালা ভেঙ্গে কম্পিউটার নিয়ে যাবার চেষ্টা করে কিন্তু মনিটার নিচে পরে শব্দ হওয়ায় কম্পিটার রেখে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *