শেখ হাসিনার বিরুদ্ধে প্রার্থী না দেওয়ার পক্ষে ফখরুল ও ড.কামাল | বাংলারদর্পন 

নিউজ ডেস্কঃ

গোপালগঞ্জ-৩ আসনে কোনো প্রার্থী দিতে চান না মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। আজ সকালে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে বিএনপি মহাসচিব ড. কামাল হোসেনের প্রস্তাব সমর্থন করেন। বৈঠক সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল মনে করেন, এর ফলে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ রাখা একটি উদ্যোগ হিসেবে দেখানো যাবে। বৈঠকে বলা হয়, ঐ আসনে কোনো প্রার্থী না দিয়ে আমরা প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে পারি যে আপনি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। মির্জা ফখরুল একে সমর্থন করে বলেন, এর ফলে প্রধানমন্ত্রীর প্রচারণা সীমিত রাখার সুযোগ সৃষ্টি হবে। দেশে বিদেশে আমরা গণতান্ত্রিক শিষ্টাচারের একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে চাই।

তবে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছেন, প্রধানমন্ত্রীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করার প্রস্তাব একটি কৌশল। এর ফলে, ঐক্য ফ্রন্টের ভাবমূর্তি উজ্জ্বল হবে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীকে নিষ্ক্রিয় করা সহজ হবে। ঐক্য ফ্রন্টের একদল নেতা বলেছেন, প্রধানমন্ত্রীর ওই আসনে বিএনপি বা ঐক্য ফ্রন্টের জয়ের কোন সম্ভাবনাই নেই। তাই গণতান্ত্রিক সৌহার্দ্যের এক নজির স্থাপন করতে এই প্রস্তাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *