নিউজ ডেস্কঃ
একদিকে ধানের কম দাম, অন্যদিকে মজুরের দাম বেশি। এবছর ধান কাটা নিয়ে বিপাকে পড়েন কৃষকেরা। এ ঘটনায় শুরুতে স্কাউট থেকে স্বেচ্ছাসেবীরা বিনামূল্যে ধান কেটে দেয়, পরে তাদের দেখে মাঠে নেমে আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে ধান কাটায় কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেয় ছাত্রলীগ। এ ঘোষণার একদিন পর মাঠে নেমে ধান কাটলেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি।
বুধবার (২২ মে) ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের শুক্কুর আলীর ক্ষেতের ধান কেটে এই কাজের শুরু করেন গোলাম রাব্বানি।
ভরদুপুরে শুরু করে এদিন স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে ১০ কাঠা জমির ধান কাটেন তারা।
এর আগে গত মঙ্গলবার কৃষকদের সার্বিক সহযোগিতা করতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি শিক্ষাবিষয়ক সম্পাদক এস এম মাকসুদুর রহমান মিঠুকে সমন্বয়ক করে তিন সদস্যের বিশেষ কমিটিও গঠন করেছে ছাত্রলীগ।
এস এম মাকসুদুর রহমান মিঠু বলেন, ইতিমধ্যে আমরা তৃণমূলের অনেক নেতাকর্মীর সাড়া পাচ্ছি। তারা কিছু কিছু এলাকায় কাজও শুরু করে দিয়েছে। প্রান্তিক কৃষকদের ধান কাটার মাধ্যমে তাদের সার্বিক সহযোগিতা করছে।
ধান কাটার মজুর না পাওয়া অসহায় কৃষকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি বলেন, ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে প্রশাসন ও প্রান্তিক কৃষকের মাঝে সেতুবন্ধন গড়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা থাকবে ছাত্রলীগের।