পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সিএমপি’র মতবিনিময় সভা 

চট্টগ্রাম ব্যুরো :

 

দামপাড় পুলিশ লাইনস্থ মাল্টিপারপাস শেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)  মাসুদ উল হাসান এর সভাপতিত্বে আসন্ন পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০১৮ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষাসহ নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকল্পে চট্টগ্রামের চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, আমদানীকারক, পাইকারী ব্যবসায়ীবৃন্দ, দোকান মালিক সমিতি ও হকার্স সমিতির নেতৃবৃন্দ এবং পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর-২০১৮ সামনে রেখে খাদ্যদ্রব্যসহ ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে জন্য করণীয়, মার্কেটে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, বখাটেপনা রোধ, বিভিন্ন মার্কেট ও শপিং মলে সিসিটিভির ব্যবস্থা করা, অগ্নিনির্বাপক ব্যবস্থা সহ মার্কেট ও বানিজ্যিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা, কমিউনিটি পুলিশি ব্যবস্থা, ক্রেতা সাধারণের নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসন সংক্রান্তে করনীয়, পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় চট্টগ্রাম মহানগরস্থ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের নিজ নিজ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশি সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সুপারিশ ও প্রস্তাবনা ধৈর্য্য সহকারে শুনেন এবং সব ধরনের পুলিশি সহায়তা প্রদান করা হবে বলে জানান। তিনি বলেন রমজানে সবকটি বড় মার্কেটে পুলিশি প্রহরা থাকবে এবং ছিনতাইকারীর তৎপরতা প্রতিরোধে পুলিশ মোতায়েন থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যবসায়ী নেতৃবৃন্দকে প্রতিটি মার্কেটে সিসি ক্যামেরা স্থাপন ও প্রতিটি মার্কেট কর্তৃপক্ষকে স্ব স্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার আহ্বান জানান। যান চলাচল স্বাভাবিক রাখতে রমজান মাসে বড় দোকানের সামনে কোন প্রকার ভাসমান দোকান না রাখার জন্য এবং দোকানের মুখ পরিস্কার রাখার জন্য সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার  ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। সভায় পণ্য মূল্য সহনীয় পর্যায়ে রাখার ব্যাপারে আলোচনা হয় এবং অতি প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা দোকানে ঝুলিয়ে রাখার জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার  অনুরোধ জানান। রমজান মাসে হকাররা ফুটপাতের এক তৃতীয়াংশের বেশী জায়গা দখল না করার ব্যাপারে সভায় আলোচনা হয়। যানজট নিরসনে প্রতিটি মার্কেটে আলাদা পার্কিং এর ব্যবস্থা করার পাশাপাশি ট্রাফিক পুলিশকে সহায়তা করার জন্য ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি অতিরিক্ত পুলিশ কমিশনার  আহবান জানান।

 

উক্ত সভায় উপ-পুলিশ কমিশনার, সকল সহকারী পুলিশ কমিশনার, র‌্যাব, সিআইডি, হাইওয়ে পুলিশ, এপিবিএন, পিবিআই, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, চট্টগ্রাম চেম্বার নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি ও হকার্স সমিতির নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *