ফেনী প্রতিনিধি : শনিবার বিকেলে ফেনীর অভিজাত ফাইভ স্টার হোটেলে বিএমএসএফ ফেনী’র মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমএসএফ কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক- আহমেদ আবু জাফর। তিনি বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম- তৃনমুল সাংবাদিকদের দাবি আদায়ের জন্য সংগঠিত হয়েছে। সাংবাদিকদের ১৪দফা বাস্তবায়নে কাজ করছে বিএমএসএফ।
বিএমএসএফ ফেনী জেলা কমিটির সভাপতি জসিম মাহমুদ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক- সৈয়দ মনির আহমদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএমএসএফ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি হেদায়েত উল্লাহ মানিক,চট্টগ্রাম জেলা সভাপতি কেএম রুবেল, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক- যতন মজুমদার, বিএমএসএফ ফেনী শাখার সহ সভাপতি এমএ সাঈদ খান, কেন্দ্রিয় নির্বাহি কমিটির সদস্য জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কাজী নোমান, আবুল হামনাত তুহিন, ফেনী’ জেলা কমিটির দপ্তর সম্পাদক- শহীদুল ইসলাম, তথ্য সম্পাদক আহসান উল্লাহ, 
সদর উপজেলা সভাপতি কাফি দিদার,, সাবেক সভাপতি বেলাল হোসেন , সোনাগাজী উপজেলা সহ সভাপতি জহিরুল হক সজিব, সাধারন সম্পাদক- ছালাউদ্দিন, দৈনিক নয়াপয়গামের সহ সম্পাদক- শাহীন মুন্সি, ব্যাবস্থাপনা সম্পাদক- সাদ্দাম হোসেন গনি, নিউন্যাশন প্রতিনিধি সাহাবুদ্দিন লিটন,

সাপ্তাহিক নির্ভিক’র নির্বাহি সম্পাদক- নাছির উদ্দিন, জেটিভি প্রতিনিধি মোঃ রাসেল, দৈনিক ডেসটিনি প্রতিনিধি জসিম ফরায়েজি, দৈনিক আমাদের বার্তা প্রতিনিধি মোঃ ফারুক, সন্ধাবানী প্রতিনিধি ইসহাক চৌধুরি, ভোরেরকাগজ প্রতিনিধি জয়নুল চৌধুরি রনি, দিনকাল প্রতিনিধি জাবেদ জিয়া, ফেনীর ডাক প্রতিনিধি হানিফ ডালিম, দেলোয়ার হোসেন ঝন্টু প্রমুখ।
মতবিনিময় সভা শেষে ফেনী জেলা কমিটি বিলুপ্ত করে জসিম মাহমুদ কে আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।