সুনামগঞ্জে ছাত্র ইউনিয়নের ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত | বাংলারদর্পন

নাইম তালুকদার, সুনামগঞ্জ :

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শনিবার দুপুর ১টায় পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট গণসংগীত শিল্পী সোনাফর আলী।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরীর সভাপতিত্বে ও শহর সংসদের সাবেক সভাপতি দূর্জয় দাস দূর্জয়ের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় সম্পাদকমন্ডলীর সদস্য জলি তালুকদার, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা ছাত্র সংসদের সাবেক সভাপতি জালাল সুমন,জেলা ছাত্র ইউনিয়নের সাংগঠনকি সম্পাদক ফয়সাল আহমেদ,কলেজ সংসদের সহ সভাপতি বিমান দাস রাজীব,  সরকারী কলেজ সংসদের সভাপতি মণির হোসেন র্দূজয়, সাধারন সম্পাদক নিমাই সরকার ও ছাত্র নেতা আসাদ মণি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে বলে যে প্রচার চালানো হচ্ছে সেটি সঠিক নয়, উন্নয়ন হচ্ছে কিছু মানুষের। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র সমজের কোনো উন্নয়ন হয়নি। সন্ত্রাস, গুম, হত্যা, নারী নির্যাতনসহ নানা কর্মকাÐে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাধীনতার ৪৭ বছরও ছাত্র সমাজের কাঙ্খিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি। শিক্ষাকে বাণিজ্যিকীকরণের ফলে সাধারণ পরিবারের সন্তানেরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষা এখন পণ্যে পরিনত হয়েছে। এই অবস্থার পরিবর্তন করতে হলে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *