ফেনী :
সোনাগাজীতে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ও জেলা যুবদলের সাবেক সদস্য মো. সেলিম (৪২) কে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোনাগাজীর পল্লী চিকিৎসক শাহজাহানের ঘরে ডাকাতির মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার, ২৮ অক্টোবর বিকালে তাকে সোনাগাজী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
ধৃতের বিরুদ্ধে ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে বলে জানান সোনাগাজী থানার ওসি সাইফুল ইসলাম।
সেলিম সোনাগাজী সদর উপজেলার ৫নং ওয়ার্ড বেলালের নতুন বাড়ির বেলায়েত হোসেনের ছেলে ও জেলা যুবদলের সাবেক সদস্য।
জানাগেছে, সম্প্রতি সোনাগাজীর ছাড়াইতকান্দি গ্রামে পল্লী চিকিৎসক মো. শাহজাহানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ধৃত অপর এক আসামির স্বীকারোক্তিতে সেলিমের নাম উঠে আসে।
সোমবার মধ্যরাতে তাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান। মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করা হলে সোনাগাজী আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এছাড়াও তার বিরুদ্ধে ডাকাতিসহ ১১ টি মামলা রয়েছে।