নোবিপ্রবি’র দ্বিতীয় সমাবর্তনে ১০ শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, কোম্পানীগঞ্জ :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

 

২৪ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩. ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে  এই সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর  মো: আবদুল হামিদ ।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: দীপুমনি।

এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এর উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

 

এবারের সমাবর্তনে শিক্ষার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ের ৬ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও স্নাতকোত্তর ৪ জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।

এছাড়াও সমাবর্তনে ২২৬৩ জনকে স্নাতক, ৪৪৫ জনকে স্নাতকোত্তর এবং ২১৮ জনকে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ডিগ্রি প্রদান করা হয়।

 

এদিকে সমাবর্তনকে ঘিরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেজেছে বর্ণিল সাজে। জোরদার করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *