ফেনীতে বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক: ১৮ নভেম্বর১৬। শুক্রবার ১০:১৫।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুরে ডাকাতির কালে র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে ২ডাকাত নিহত ও বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে র্যাব। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় দুই র্যাব সদস্য আহত হয়েছে।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াডন লিডার সেফায়েত জামিল ফাইম সোনাগাজীর অালোকে জানান,র্যাবের নিয়মিত টহলের অংশ হিসাবে মহাসড়কের লালপুলে অবস্থান কালে সংঘবদ্ধ ডাকাত দল র্যাবের গাড়ী বহরকে লক্ষকরে গুলি চালালে র্যাব পাল্টা গুলি চালায়। এতে গুরুতর আহত দুই ডাকাতকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।
ওই সময় ডাকাত দলের অন্যরা সদস্যরা পালিয়ে যায়। র্যাব ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল,২টি সাটারগান,৮রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করে।
নিহতদের লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
Related News

রামগড়ে নিজ বাড়িতে আত্মহত্যা করলো চবি’র ছাত্র মিশন | বাংলারদর্পণ
মোশারফ হোসেন,রামগড় : খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকূলে নিজ বাড়িতে চিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগেরRead More

এবার নোয়াখালীর সাংসদ একরাম যা বললেন
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী- নোয়াখালীর ৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, আবদুল কাদেরRead More