নোয়াখালীতে ঢাকা ফেরত ৯জন ডেঙ্গু আক্রান্ত | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী:  নোয়াখালীতে শনিবার (২৭ জুলাই) সকাল ১১টা পর্যন্ত ৯জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

 

আক্রান্তরা নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ৩-৪ দিনে ৯ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন ডেঙ্গু রোগী। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্তদের সবাই ঢাকা ফেরত।

 

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ফোনে বার্তাটোয়েন্টিফোর.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গত ৩-৪ দিনে ডেঙ্গুর জীবাণু নিয়ে ৯ জন রোগী এ হাসপতালে ভর্তি হয়েছেন। তবে তাদের সবাই ঢাকায় আক্রান্ত হয়ে জ¦র নিয়ে এ হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের বেশিরভাগই ভালো আছেন।

হাসপাতাল ঘুরে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন, নোয়াখালীর সদর উপজেলার ১জন, লক্ষীপুর সদরের ১জন, সেনবাগ উপজেলার ২জন, বেগমগঞ্জ উপজেলার ২জন, সোনাইমুড়ী উপজেলার ২জন, সুবর্ণচর উপজেলার চরজব্বর গ্রামের ১জন বাসিন্দাসহ মোট নোয়াখালীর ৯জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *