চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের সাতকানিয়ায় ইফতার সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে ৯জন নিহত হয়েছেন । এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ-শতাধিক মানুষ। নিহতদের মধ্যে অধিকাংশ নারী বলে জানা যায়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরুল আলম মিনা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুবারক হোসেন বাংলারদর্পন কে বিষয়টি নিশ্চিত করেছেন।সোমবার (১৪ মে) সকালে উপজেলার নলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার। তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
ইস্পাত তৈরির প্রতিষ্ঠান কেএসআরএম এর কর্মকর্তা মো. রফিক বলেন, তাদের কোম্পানির পক্ষ থেকে সকালে দুস্থ-গরীবদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছিল। সে সময় অধিক ভীড়ের মধ্যে পড়ে হতাহতের ঘটনা ঘটে।
#বাংলারদর্পন।