ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার ডাকবাংলা বাজার এলাকায় এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৭)। তার কাছ থেকে ৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার রাতে ডাক বাংলা পেট্টোলপাম্পের সামনে অবস্থান নিয়ে তল্লাশী চালায়।
ফেনী থেকে সোনাগাজীগামী সিএনজিকে থামানোর সংকেত দিলে থামানো মাত্রই ১ ব্যক্তি দুই হাতে প্লাষ্টিকের বাজারের ব্যাগ নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা ধাওয়া করে মো: আরিফ (২৫) কে গ্রেফতার করে। আরিফ নারায়নগঞ্জ জেলার উত্তর চাষাড়া গ্রামের মৃত মো: রুবেলের ছেলে।
র্যাবের জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ফেন্সিডিল) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে সোনাগাজী সহ জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৮ হাজার টাকা। সে ফেনী শহরের রেলওয়ে কলোনীতে বসবাস করছে।
ফেনীস্থ র্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মো: জুনায়েদ জাহেদী জানান, গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলারদর্পন