মোশারফ হোসেন, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণে বারইয়ারহাট- হেঁয়াকো- রামগড় সড়ক উন্নয়নে ৮৪৫ কোটি ৫৩ লক্ষ টাকার প্রকল্পসহ গতকাল (মঙ্গলবার) এর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৪৬১ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ের ৭ টি প্রকল্প অনুমোদন পায়।
জানা যায় ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ৮৪৫ কোটি ৫৩ লক্ষ টাকা ব্যয়ে বারৈয়ারহাট -হেঁয়াকো- রামগড় সড়ক প্রশস্তকরণ প্রকল্প টি ও অনুমোদন পায়। প্রকল্পটি খাগড়াছড়ি সড়ক বিভাগ ২০২৪ সাল মেয়াদে বাস্তবায়ন করবে।
৮৪৪কোটি ৫৩ লাখ টাকা প্রকল্পের মধ্যে ভারতীয় ক্রেডিট লাইনের ঋণের অংশ হিসেবে ৫৮১ কোটি ২০ লক্ষ পাওয়া যাবে।
এই প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের ত্রিপুরার মধ্যে সংযোগ সড়ক তৈরি হবে এবং দু’দেশের সড়কউন্নয়ন করা হবে। এতে উভয় দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হবে।
উত্তর পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি জেলা ও রাঙ্গামাটি জেলার প্রায অর্ধেক অংশের জনসাধারণ এই সড়কের সুবিধা নিয়ে ব্যবসা-বাণিজ্যসহ আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন লাভ করবে।