নোয়াখালী প্রতিনিধি :
স্বাধীনতার পতাকা উত্তোলন কারী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (জেএসডি) সভাপতি সাবেক ডাকসু ভিপি ও সাবেক মন্ত্রী বৃহত্তর আ স ম আবদুর রব বলেন, যারা ভোট ডাকাতি করে, তাদের জনগণের প্রতি কোন দায়িত্ব ও মমত্ব বোধ নেই। নাগরিক হিসেবে সকলের সমান অধিকার।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর চৌমুহনীতে গত শুক্রবার জুমার নামাজের পর হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, ভাংচুর, স্থান পরির্দশন শেষে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের জানমাল নিরাপত্তা দেওয়া দায়িত্ব হলো সরকারের, সরকার এখানে ব্যর্থ হয়েছে। সরকার ক্ষমতা থাকার দরকার নেই, কিসের সরকার। জনগণ তাদের ক্ষমতা রাখবেও না। তিনি বলেন এজন্য মুক্তিযোদ্ধা করিনি। চৌমুহনীতে কি হয়েছে? তাদের দুই জনের মধ্যে ঝগড়া হলো। আর শিকার হলো হিন্দুরা।
এসময় জেএসডির প্রেসিডিয়াম সদস্য তানিয়া রব, নোয়াখালী জেলা জেএসডির আহবায়ক মানিক পাঠোয়ারীসহ জেলা ও উপজেলা জেএসডির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।