কোন প্রকল্পের জন্য কৃষি জমি অধিগ্রহন করবেনা সরকার – ফেনী জেলা প্রশাসক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, উন্নয়ন প্রকল্পের জন্য সরকার কখনো কোন কৃষি জমি অধিগ্রহন করবেনা। আপনারা সকল দপ্তরে এ বিষয়ে চিঠি দিতে পারেন অথবা অভিযোগ দিতে পারেন । আমাদের কাছে এমন নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ১১টায় থাক খোয়াজের লামছি মৌজায় দুটি পৃথক অভিযোগের তদন্তে গিয়ে কৃষকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন । এছাড়া পানি উন্নয়ন বোর্ডের জায়গায় মেজর(অবঃ) সোলায়মান কর্তৃক দখলীয় সড়ক উম্মুক্ত করার জন্য নির্দেশ দেন তিনি ।

জানা যায়, সম্প্রতি সোনাগাজী উপজেলার থাক খোয়াজের লামছি মৌজায় সোনাগাজী সোলার পাওয়ার কোম্পানী নামে একটি চক্র প্রায় এক হাজার একর তিন ফসলি কৃষি জমি হুকুম দখলের পায়তারা করছেন।

এ ঘটনায় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে উক্ত প্রকল্প বাতিল করতে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন ফেনী -৩ আসনের সংসদ সদস্য জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ও ক্ষতিগ্রস্ত ভুমি মালিকগণ।

এছাড়া একই মৌজায় পানি উন্নয়ন বোর্ডের সড়ক ও জায়গা দখলের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় সাংবাদিক গাজী হানিফ।

দুটি অভিযোগ তদন্তে বুধবার সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান ।

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভুমি মালিকগণ ও স্থানীয়দের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এ.এম জহিরুল হায়াত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *