কয়রায় প্রতিপক্ষের হামলায় ব্যাবসায়ী আহত | বাংলারদর্পণ

শেখ সিরাজউদ্দৌলা লিংকন,কয়রা :
কয়রার মহারাজপুর ইউনিয়নের দশালিয়া গ্রামের মাছ ব্যবসায়ী হাসেম গাজী (৩৫) কে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

ঘটনাটি ঘটেছে ১৭ আগষ্ট সোমবার বেলা ৫টায়। শিমলার আইট গ্রাম সংলগ্ন কয়রা-পাইকগাছা সড়কে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আহত হাসেম গাজী নতুন বাড়ি থেকে তার পুরাতন বাড়ি শিমলার আইট গ্রামে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে কয়রা পাইকগাছা সড়কের অন্তাবুনিয়া বাজারের সন্নিকটে পৌছালে প্রতিপক্ষ শিমলার আইট গ্রামের রহমানের নেতৃত্বে আকবর ও আলমগীর তাকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করে তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে পথচারীরা এসে রক্তাক্ত হাসেম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

কয়রা থানার ওসি মোঃ রবিউল হোসেন বলেন খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ করেনি, তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহত হাশেম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *